খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮নং ডাকাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১ নভেম্বর সন্ধায় ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীরমুক্তিযোদ্ধা সার্জেন্ট অবঃ সফিকুল ইসলাম উসমানের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা সন্তান রফিকুল ইসলাম নাননুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আমিরুল বাছেদ, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মণি, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক খান প্রমুখ। অনুষ্ঠানে ৫২ বছর পর গেজেটভূক্ত হওয়ায় ডাকাতিয়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম ওমর আলীকে সংবর্ধ্বনা দেওয়া হয়। এছাড়াও ১২জন বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ৮ ডিসেম্বর এফজে ১১ নং সাব সেক্টর কমান্ডার মেজর আফছার বাহিনীর বীরমুক্তিযোদ্ধাদের কাছে পাক হানদাররা বাহিনী পরাজিত হলে ভালুকা হানাদার মুক্ত হয়। ভালুকার বীর মুক্তিযোদ্ধাগণ নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতি বছর ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস উদযাপন করে থাকেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.