ভালুকায় বৃক্ষমেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

- আপলোড সময়: ১১:২১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ১৪৪ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহর ভালুকায় ৩ দিন ব্যাপী বক্ষমলার সমাপনি দিন পুরস্কার ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষ দিয় সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদশ’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে ৩ দিনব্যাপী ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ওই মেলা যৌথভাবে আয়োজন করেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ। মেলায় ফলজ, বনজ, ঔষধী ও আর্নামটাল গাছ নিয়ে ব্র্যাক নার্সারী, বনবিভাগ, সোনার বাংলা নার্সারী, মুনা নার্সারী, গ্রীণ নার্সারী ও অভি নার্সারীসহ ১০টি স্টল বসে। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা রঞ্জ অফিসার হারুন উর রশিদ খান। অনুষ্ঠানে ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিট অফিসারগণ, গণ্যমান্য ব্যক্তি, বিভিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও নার্সারী মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুনা নার্সারীসহ ৬টি নার্সারীক শুভছা পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পুরস্কার ও সনদ তুলেদেন উপজলা নির্বাহী অফিসার আলীনূর খান।