গাইবান্ধা প্রতিনিধিঃ- সবাই মিলে পলিথিন দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি এই স্লোগান সামনে রেখে পরিবেশে নিষিদ্ধ পলিথিন পলিপ্রোপিলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করে পলিথিন শপিং ব্যাগের বিকল্প ব্যবহার করে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সার্বিক সহযোগিতায় জেলা শহরের পুরাতন বাজারে বিভিন্ন দোকান ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে জেলা পরিবেশ অধিদপ্তর আয়োজনে এই জনসচেতনতামূলক প্রচারণা চারানো হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হেদায়েতুল ইসলাম , গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথনেট ফর ক্লাইমের জাস্টিসের বিভাগীয় সমন্বয়কারী মারুফ মিয়া।
বিভিন্ন ব্যবসায়ী ও ক্রেতাদেরকে পলিথিন এর ব্যবহার না করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.