ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সড়ক ও জনপথ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে থেকে মডেল থানা পুলিশ, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীনূর খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ফারহান লাবিব জিসান। এ সময় শতাধিক দোকানঘর ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী কর্মকর্তা বলেন মহাসড়কের দু’পাশে অবৈধ দখল ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ-সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ ময়মনসিংহ বিভাগের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.