রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী শাখার শুভ উদ্বোধন
- আপলোড সময়: ০৪:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে
টিআই সানি, নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:- গাজীপুরের শ্রীপুরে টাঙ্গাইল থেকে পরিচালিত রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলা বরমী ইউনিয়নের আব্দুল গনী মোড়ল টাওয়ারের দ্বিতীয় তলায় রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখা উদ্বোধন করা হয়েছে। রফিকরাজু ক্যাডেট একাডেমি বরমী বাজার শাখার প্রধান পরিচালক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা পরিচালক আল-আমিন আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) ব্যারিস্টার সজিব আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরমী ইউনিয়ন বিএনপি সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়েজ আল মামুন ফকির,গাজীপুর জেলা শ্রমীকদলের আহ্বায়ক সদস্য, শরিফুল ইসলাম সরকার, বরমী ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রোকনুজ্জামান রাসেল মোড়ল, বরমী ইউনিয়ন বিএনপি সংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন সহ প্রমুখ।