বিএনপির পক্ষ থেকে ফুলছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- আপলোড সময়: ০৪:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১২ বার পড়া হয়েছে
ওমর ফারুক রনি ,গাইবান্ধাঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে উত্তরাঞ্চলের বন্যাকবলিত মানুষ পাশে দ্বাঁড়ানোর জন্য ফুলছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০১নভেম্বর) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া, গজারিয়া ইউনিয়নের ২০০ শত বন্যার্তদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের নেতা-কর্মীরা বন্যার্তদের বাড়ি-বাড়ি গিয়ে তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। ত্রাণসামগ্রীর পণ্য হিসেবে ছিল- চাল, ডাল, আলু। বন্যায়কবলিত সাধারণ মানুষ বিএনপির দেওয়া ত্রাণসামগ্রী পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো আমিনুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ফুলছড়ি উপজেলা বিএনপি সভাপতি সাজেদুল ইসলাম নান্নু, ফুলছড়ি উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব অহিদুল ইসলাম জয়, গাইবান্ধা সদর থানা বিএনপি সদস্য সচিব ইলিয়াস হোসেন, শহর বিএনপি সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু,
জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক ইমাম হাসান আলাল , সহ সভাপতি গোলাম কিবরিয়া রাহী, রবিন হাসান খাজা, ফারুক মিয়া, আবু সাঈদ সহ অনেকে