শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল
- আপলোড সময়: ০৫:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
নাঈম ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ সরকারের নেতৃত্ব শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আক্তার হোসেনের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়নের টাউন সেন্টার এর সামনে পথসভা কর্মসূচি পালন করেন। এসময় সংকিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ সরকার, তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহফুজ সরকার প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার ভোটবিহীন সরকারের ভোটবিহীন মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন দলবল নিয়ে মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোড়ল ও দলীয় নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা করেছেন। এ হামলার ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে খোকন ওরফে খোঁটা বাহিনীর খোকন। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। একইসাথে শামীম মোড়ল সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তেলিহাটি ইউনিয়ন যুবনেতা রুবেল আহমেদ, আবু বকর সিদ্দিক, শাহীন আহমেদ, এমদাদুল, হুমায়ূন আহমেদ, মতিউর রহমান, সোহেল রানা, সোহেল আহমেদ, মমিন সরকার, আমান সরকার, মাসুদ রানা, নাজমুল, মাহমুদুল হাসান খোকা, সাদিকুল ইসলাম, মাসুম, সৌরভ, নাজমুল, ইয়াসিন, আবিদ, মিনহাজ, আরাফাত, রাকিব সাব্বিরসহ ইউনিয়নের ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ সকল নোতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম হামলার শিকার হন।