শ্রীপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপলোড সময়: ০১:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
নাঈম ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীমের উপর আওয়ামী লীগের চেয়ারম্যান কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে ২নং গাজীপুর ও তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র যৌথ উদ্যোগে এ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও অপসারণ দাবি করেন। শ্রীপুর উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসরাফিল আলম মাস্টার এর সভাপতিত্বে ,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম এর সঞ্চালনায় এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু’র নির্দেশনায়,মাওনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মুক্তারুল করিম মোড়ল শামীম এর উপর জাহাঙ্গীর আলম খোকনের অতর্কিত হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক -সরাফত আলী, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছুল ইসলাম রানা,জাহাঙ্গীর আলম, হুমায়ুন, মাহমুদুল হাসান খোকা, সেলিম, জয়নাল, রাব্বি, ফারুক, গালিব, নিরব, রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।