শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপলোড সময়: ০৭:০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৪ বার পড়া হয়েছে

নাঈম ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর ) সকাল এগারোটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যুগীরছিট গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মৃত শিশু ফাহিম (১৩) ঐ এলাকার ইয়াসিন মিয়ার ছেলে। ফাহিম যুগীরছিট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত জানান, সকাল ১১টার দিকে ফাহিমসহ আট-দশজন বাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায়।ওই সময় তারা লাফ দিয়ে পুকুরে নামে পরে তাদের মধ্যে ফাহিম পানিতে ডুবে যায়। জানা যায় ফাহিম সাঁতার জানতোনা। পরে অন্যান্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সসয় স্থানীয় লোকজন এক ঘন্টা খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।