নাঈম ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি। শুক্রবার (৩০ আগস্ট) ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান (নয়েছ) ও সাধারন সম্পাদক এম এ গণি ময়শাল এর নেতৃত্বে আহত শিক্ষার্থী খলিল মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে চিকিৎসার খোঁজ খবর নেন।
আহত খলিল মিয়া শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তরমুজ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গত ৫জুলাই ছাত্র আন্দোলনে মাওনা চৌরাস্তা ডান হাতে কুনুই এর উপরে গুলি লাগে,পরে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৭দিন ভর্তি থেকে অপারেশনের মাধ্যমে গুলি বের করা হয়, বর্তমানে খলিল নিজ বাড়িতেই রয়েছে। এছাড়াও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে ঘোষণা দেন নেতারা। এ সময় ২নং গাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, সিনিয়র সহ সভাপতি নুরুল হক, সাংগঠনিক সম্পাদক সজিব, বিএনপি নেতা মনিরুজ্জাম মনির ও কারা নির্যাতিত নেতা এমদাদুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.