সালথা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকেলে সালথা মডেল মসজিদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমান মজনু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সালথা উপজেলা শাখার সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকি (নসরু মিয়া)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মো. মুকুল হোসাইন, সোনাপুর ইউনিয়নের সভাপতি আলিমুজ্জামান শরীফ, মাঝাররদিয়া ইউনিয়নের সভাপতি মো. ওয়ালীউজ্জামান, ভাওয়াল ইউনিয়নের সেক্রেটারি ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফরিদ আহমদ, যদুননন্দি ইউনিয়নের সেক্রেটারি কবির আহমেদ, বল্লভদী ইউনিয়নের সেক্রেটারি মাও. মিকাইল হোসাইন প্রমূখ। এসময় সালথা প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মো. আবুল ফজল মুরাদ জামায়াতের কার্যাবলি নিয়ে বিস্তর আলোচনা করেন এবং বিগত সরকার কিভাবে তাদের খারাপ ভাবে প্রচার করে মানুষের মাঝে যে ভুল ধারণা সৃষ্টি করতে চেয়েছেন তা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি সর্বসাধারণকে জামায়াত সম্পর্কে জেনে তাদের নিয়ে মন্তব্য করতে অনুরোধ করেন।