শামা ওবায়েদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়ায় নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপলোড সময়: ১২:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
- / ৬৫ বার পড়া হয়েছে
শরিফুল হাসান, ফরিদপুর প্রতিনিধি:- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন।
মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নিহত হন।
কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনকে আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।