ভালুকায় চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

- আপলোড সময়: ১২:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১৭৩ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় চাদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৮ আগষ্ট (রবিবার) বিকালে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল সিডস্টোর বাজার আল মদিনা কমপ্লেক্সের সামনে থেকে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী বাহরুল উলুম আলিম মাদ্রাসা হইতে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ প্রদক্ষিন করে পুনরায় আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনয় এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।
বক্তারা বলেন-উপজেলা বিএনপি আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু’র চাঁদাবাজি বন্ধে আমরা ঐক্যবদ্ধ। হবিরবাড়ী ইউনিয়নে কোনধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।
আমরা শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যাবো। এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মোঃ আতিকুল ইসলাম (আতিক)।
এসময় হবিরবাড়ী ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও সকল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।