ময়মনসিংহ ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় আশ্রয়ন প্রকল্পের বসতিদের হুমকি দিয়ে উচ্ছেদের চেষ্টা

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • / ২০৫ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।সরেজমিনে জানা যায়, সরকারী আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ২০টি ঘর রয়েছে, সবকটিতে দরিদ্র নিরীহ মানুষের বসবাস রয়েছে। ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পর থেকেই, স্থানীয় মজিবর, মজিবরের ছেলে জয়নাল, জয়নালের ছেলে মামুন ও তাদের বাসার ভাড়াটিয়া আলম, কফিল নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ধারালো অস্ত্র ও লাঠি হাতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসবাসকারীদের রান্না ঘর ভেংঙে গুড়িয়ে দিয়ে অকাত্ত ভাষায় গালাগাল করে আশ্রয়ণের ঘর থেকে মোশাররফ, বেগম, শরহ বানু, ফরিদা, মাসুদা, মনোয়ারা খাতুনসহ সবাইকে আশ্রয়ণ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেগম বলেন, দা লাঠি নিয়ে এসে আমার রান্না ঘর বেংঙে গুড়িয়ে দিয়েছে ও আমাকে হুমকি দিচ্ছে বেরিয়ে না গেলে প্রাণে মেরে ফেলবে। এ সময় আরও একাধিক বাসিন্দা একই অভিযোগ করে বলেন, ওরা রাতের অন্ধকারে ঘরের বারান্দায় এসে পায়খানা করে রাখে, আমরা দূর্ঘন্ধে ঘরে থাকতে পারিনা, দীর্ঘদিন যাবৎ এভাবেই আমাদের মানসিক নির্যাতন করে যাচ্ছে। প্রাণের ভয়ে আতংকিত দিনাতিপাত করছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।  প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান জানান, সরকারি জায়গায় আশ্রয়ন প্রকল্পে যাদের ঘরবাড়ি দেয়া হয়েছে ওরা নিরাপদ ও নির্ভিগ্নে ওখানে থাকবে। যারা হুমকি ধামকি দিচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় আশ্রয়ন প্রকল্পের বসতিদের হুমকি দিয়ে উচ্ছেদের চেষ্টা

আপলোড সময়: ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় আশ্রয়ণ প্রকল্পে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসতিদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কড়ুইতলী গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।সরেজমিনে জানা যায়, সরকারী আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট ২০টি ঘর রয়েছে, সবকটিতে দরিদ্র নিরীহ মানুষের বসবাস রয়েছে। ৫ই আগষ্ট গনঅভ্যুত্থানের পর থেকেই, স্থানীয় মজিবর, মজিবরের ছেলে জয়নাল, জয়নালের ছেলে মামুন ও তাদের বাসার ভাড়াটিয়া আলম, কফিল নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ধারালো অস্ত্র ও লাঠি হাতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসবাসকারীদের রান্না ঘর ভেংঙে গুড়িয়ে দিয়ে অকাত্ত ভাষায় গালাগাল করে আশ্রয়ণের ঘর থেকে মোশাররফ, বেগম, শরহ বানু, ফরিদা, মাসুদা, মনোয়ারা খাতুনসহ সবাইকে আশ্রয়ণ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বেগম বলেন, দা লাঠি নিয়ে এসে আমার রান্না ঘর বেংঙে গুড়িয়ে দিয়েছে ও আমাকে হুমকি দিচ্ছে বেরিয়ে না গেলে প্রাণে মেরে ফেলবে। এ সময় আরও একাধিক বাসিন্দা একই অভিযোগ করে বলেন, ওরা রাতের অন্ধকারে ঘরের বারান্দায় এসে পায়খানা করে রাখে, আমরা দূর্ঘন্ধে ঘরে থাকতে পারিনা, দীর্ঘদিন যাবৎ এভাবেই আমাদের মানসিক নির্যাতন করে যাচ্ছে। প্রাণের ভয়ে আতংকিত দিনাতিপাত করছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।  প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নুর খান জানান, সরকারি জায়গায় আশ্রয়ন প্রকল্পে যাদের ঘরবাড়ি দেয়া হয়েছে ওরা নিরাপদ ও নির্ভিগ্নে ওখানে থাকবে। যারা হুমকি ধামকি দিচ্ছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।