ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর উদ্ভোধণী ক্লাশ ও নবীণবরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮আগষ্ট) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসম্পাদক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জায়েদা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. আরিফ হোসেন, সহকারী শিক্ষক সুলতান উদ্দিন, আফাজ উদ্দিনসহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।