স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের কামড়ে আহত রনি নামে এক যুবক ডাক্তারের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে (০১ আগষ্ট) বৃহস্পতিবার রাতে উপজেলার সিডষ্টোর বাজারে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামের মো: সাহেব আলীর ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রনি (২৬) কে বিষধর সাপে কামড় দিলে স্থানীয়রা উপজেলার সিডষ্টোর বাজার বাটাজোর রোডে অবস্থিত লতিফ মেডিক্যাল হল ডাক্তার আশরাফুজ্জামানের কাছে নিয়ে যান।তখন ডাক্তার জানান, সাধারণ সাপে কামড় দিয়েছে, কিছু হবেনা বলে প্যারাসিটামল ও গ্যাসের ট্যাবলেট দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর রনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতেই রনি মারা যান। নিহত রনির পিতা সাহেব আলী জানান, তার ছেলেকে সাপে কামড়ালে সিডষ্টোর বাজার আশরাফ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর নাপা ও গ্যাসের ট্যাবলেট দিয়ে বলে সাধারণ সাপে কামড়িয়েছে কিছু হবেনা। কিন্তু কিছুক্ষণপর তার ছেলে অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ডাক্তার আশরাফুজ্জামান লাপাত্তা
এই বিষয়ে ডাক্তার আশরাফুজ্জামান জানান সাপে কামড়ানোর পরে রোগীর আত্মীয়রা নিয়ে আসে, তারা জানান ধুরা সাপে কামড়িয়েছে, পরে তাকে প্যারাসিটামল ও গ্যাষ্টিকের ঔষধ দেওয়া হয়েছে। রোগীর আত্মীয়ের হেয়ালিপনাই এমটি হয়েছে।