শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:-ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের, বালক (অনূর্ধ্ব -১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকালে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যলয় মাঠে এই খেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। এসময় উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে ভাওায়াল ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে রামকান্তুপুর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করেন। এসময় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন লাবু চৌধুরী এমপি সহ অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.