শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:-ফরিদপুরের সালথায় দরিদ্র জেলে ও মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বিনামূল্যে ছাগল বিতরণ ও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসুচির আওতায় উপজেলা ৪জন ভিক্ষুকের মাঝে একটি করে বাছুরগরু বিতরণ করা হয়েছে। সালথা উপজেলা মৎস্য ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এই ছাগল ও গরু বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহারিয়ার জামান সাবু, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.