ভালুকা প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ সহ সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। আলোচনা সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় ও বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মত বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.