ফুলছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপলোড সময়: ০৭:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
ওমর ফারুক রনি, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার ফুলছড়িতে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে ৯’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট নুরুল আমিন প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলার ৯’শ ৫০ জন কৃষক বিনামূল্যে বীজ ও সার পাবেন।
পরে প্রধান অতিথি উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টক, প্যারালাইসড, জন্মগত হৃদর, থ্যালাসেমিয়া, রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন।