ভালুকায় জনপ্রতিনিধিদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মত বিনিময়
- আপলোড সময়: ০১:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদের সাথে উপজেলা স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. মাসুদ পারভেজের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. এ. ওয়াহেদ।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস- চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম. এ. রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহাম্মেদ রাজিব, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাসলিমা খাতুন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানান। স্থানীয় সংসদ সদস্য তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।