ভালুকার শিল্প কারখানার শ্রমিকদের শতভাগ বেতন বোনাস নিশ্চিত করছে শিল্প পুলিশ
- আপলোড সময়: ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ৯৫ বার পড়া হয়েছে
আলী আকবর সাজু, বিশেষ প্রতিনিধিঃ- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের প্রচেষ্টায় ভালুকা শিল্প অঞ্চলের শ্রমিকদের শতভাগ বেতন বোনাস নিশ্চিত করতে সক্ষম হয়েছে। শ্রমিকরা বেতন বোনাস পেয়ে ঈদের ছুটিতে হাঁসি মুখে বাড়ী ফিরে যাচ্ছে। শিল্প কারখানার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখাতে শিল্প পুলিশের মনিটরিং টিম এবং গোয়েন্দা ইউনিট নিরলস ভাবে কাজ করছে।শিল্প পুলিশ -৫ ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,সহকারী পুলিশ সুপার, অন্যান্য কর্মকর্তারা নিয়মিত শিল্প কারখানা গুলো পরিদর্শন করেন। শ্রমিক – মালিক ও কর্মকর্তাদের সাথে সম্পর্ক সমুন্নত রাখতে তারা নিয়মিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, কারখানা কর্তৃপক্ষ ও মালিকদের সঙ্গে আইন- শৃঙ্খলা সংক্রান্ত সভা, কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে সভা করছেন। বিট পুলিশিং অফিসারগণ বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে শ্রমিকদের নিয়ে বিট পুলিশিং সভা করে তাদের বিভিন্ন অভিযোগ শুনে তা নিরসনের চেষ্টা করেন। ঈদের ছুটিতে শিল্পাঞ্চলের আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ দিবা- রাত্রি পুলিশের টহল জোরদার করেছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শিল্পাঞ্চলে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। শিল্প কারখানা গুলোতে শতভাগ বেতন বোনাস নিশ্চিত করতে আমরা সক্ষম হয়েছি। ঈদের ছুটিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।