ভালুকায় বিয়ের পর যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূর বিষ খেয়ে আত্মহত্যা

- আপলোড সময়: ১১:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ১৯০ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় বিয়ের পর বাবার বাড়ি থেকে যৌতুক না দেয়ায় স্বামীর বাড়িতে উঠিয়ে না নেয়ায় নববধূ জাহিদা আক্তার (১৯) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায়। নিহতদের পরিবারের দাবী উপজেলার ধীতপুর ইউনিয়নের বহুলী এলাকার শাহাবুদ্দীনের ছেলে কিবরিয়ার সাথে গত ২৬মে একই উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জাহিদা আক্তারের বিয়ের পর যৌতুকের টাকা না দেওয়ায় বাড়ীতে তোলেনি। এ ঘটনায় লোক লজ্জায় জাহিদা বাবার বাড়ীতে রোববার রাতে বিষ খেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেয়ে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ভোর রাতে সে মারা যায়। এ ঘটনার পর থেকে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম রির্পোটের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।