স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় পবিত্র মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় সৃজন দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (৮জুন) রাতে ভালুকা পৌর সদরের ভালুকা সরকারি ডিগ্রী কলেজ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, সৃজন নামে ফেসবুক আইডি থেকে "হামিদ কারীর মসজিদে দান করলে সব টাকা হারাম এর চেয়ে গাঙ্গিনার পাড় দান করলে উত্তম" এমন একটি কমেন্ট করলে তাৎক্ষণিক ভাবে সামাজিক যোগাযোগ ফেইজবুকের মাধ্যমে ছড়িয়ে পরলে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ভালুকা মডেল থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে নেন। পরে এস আই সামিউল সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে সৃজনকে ভালুকা পৌর সদরের সরকারি ডিগ্রী কলেজ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় সৃজন দাসকে গ্রেপ্তার করে রোববার সকালে আসামি সৃজন দাসকে সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.