আমারবাংলা সাহিত্য পুরষ্কার ও আমার কথা
- আপলোড সময়: ০৪:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ২০২ বার পড়া হয়েছে
এরশাদ আহমেদ:- দুদিন ব্যাপী উৎসবে মূখরিত হয়ে উঠলো কবিদের বিরাট এক সম্মেলন! আর তা হয়ে গেল ময়মনসিংহগীতিকার দেশে! কবিদের চারণভূমির দেশে! কবি সফিউল্লাহ আনসারী’র দেশে! আমাদের ময়মনসিংহের ভালুকায়- আর তা এপার বাংলা ও ওপার বাংলার কবিদের মহা সমারোহে-সমাগমে আগমন মনোহরে ভরে উঠলো এ মাটি কবি-সাহিত্যিকদের মিলনমেলায় ‘মাটির টানে কবিতার ঘ্রাণে’ মুখরিত হয়ে উঠলো ময়মনসিংহের উর্বর মৃত্তিকা!! ময়মনসিংহগীতিকার দেশ কবিদের চারণভূমিতে ভালুকা সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভীড় জমিয়ে ছিল ৬৪টি জেলা ও ওপার বাংলা হতে আগত- সব মিলিয়ে প্রায় দেড় হতে দুই শতাধিক কবিদের বহর! কবিদের এই বিরাট সম্মেলন ও কবিদের এই মহা মিলনমেলায় থাকতে পেরে আমি মহা আনন্দিত! আর তারি ধারাবাহিকতায় পাশাপাশি অনুষ্ঠিত হলো কবি ও কবিতা উৎসব ও আমারবাংলা সাহিত্য পুরষ্কার, মেডেল প্রদান, বঙ্গটিভি স্বর্ণপদক প্রদান ও নগদ ৫০০০ (পাঁচ হাজার) টাকা (অর্থ) প্রদান। (সংগঠন আমাকেও পদকসহ নগদ অর্থ প্রদান করে) অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ভালুকা সাহিত্য সংসদের কান্ডারি ও দক্ষিণ ময়মনসিংহের অন্যতম সেরা সংগঠক (ভালুকার কৃতি সন্তান) ময়মনসিংহগীতিকার দেশের সকলেরই চেনা মুখ শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, তরুণ উদীয়মান কবি, ছড়াকার ও গল্পকার আমাদের প্রিয় সফিউল্লাহ আনসারী! এই পুরষ্কার প্রাপ্তিতে আমি আনন্দিত, গর্বিত। ভালুকা সাহিত্য সংসদ এই অঞ্চলের শিল্প-সাহিত্যের আতুড়ঘর। দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে সংগঠনটি সাহিত্য চর্চায় কবি-লেখকদের সহযোগিতা ও সম্মানিত করে আসছে। আমারবাংলা সাহিত্য পত্রিকাটি অত্যন্ত জনপ্রিয় এবং দুই যুগ ধরে প্রকাশ হয়ে আসছে। প্রতি বছর ভালুকা সাহিত্য সংসদ ও আমারবাংলা সাহিত্য পত্রিকা ‘ভালুকা কবিতা উৎসব ‘ আয়োজন করে, কবি- সাহিত্যিকদের মিলন মেলা, সাহিত্য সম্মাননাসহ বিভিন্ন কাজ করে চলেছে। এ যাবত কবি মাহমুদ আল মামুন, কবি শামসুল ফয়েজ, কবি অধ্যাপক আসাদ উল্লাহ, কবি সুমি সরকার, ছড়াকার সরকার জসীম, কবি কাঙাল শাহীন, কবি-গল্পকার কামরুল ইসলাম, কবি ড. সেলিনা রশিদ, পূথি সম্রাট জালাল খান ইউসুফী, কবি মুরাদ দাস্তগীর, কবি রিয়েল আব্দুল্লাহ, কবি অধ্যক্ষ মোজাম্মেল হক কিরন (প্রয়াত), কবি আবুল বাশার শেখসহ দেশে অনেক সাহিত্যিককে সম্মাননা দিয়েছে। আমারবাংলা সাহিত্য পত্রিকা দুই যুগে পদার্পন করায় সকলের পরামর্শে এ বছর থেকে ‘আমারবাংলা সাহিত্য পুরষ্কার’ ঘোষণা করে চলতি বছরের জানুয়ারিতে। এরই ধারাবাহিকতায় দুই দিন ব্যাপি ‘ভালুকা সাহিত্য উৎসব-২০২৪’ প্রদান করা হয় আমারবাংলা সাহিত্য পুরষ্কার। আমাকে এ বছর মূল্যবান পুরষ্কার প্রদান করায় ভালুকা সাহিত্য সংসদ, আমারবাংলা সাহিত্য পত্রিকা পরিবার এবং সংগঠনের সভাপতি কবি ড. সেলিনা রশিদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আমারবাংলা সাহিত্য পত্রিকা সম্পাদক সফিউল্লাহ আনসারীর প্রতি নিরন্তর ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।
লেখক:-
কবি-ঔপন্যাসিক