বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় কবি-সাহিত্যিকদের মিলন মেলা, "মাটির টানে কবিতার ঘ্রাণে" বিষয়ক আলোচনা সভা ও ভালুকা কবি ও কবিতা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ও শনিবার (৭-৮জুন) দুই দিন ব্যাপি আনন্দমুখর পরিবেশে ভালুকা কবি ও কবিতা উৎসব, বঙ্গটিভি স্বর্ণ পদক ও আমারবাংলা সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন কবি সেলিনা রশিদ এডুকেশন ও কালচারাল সোসাইটির ব্যবস্থাপনায়, গাঙচিল সাহিত্য সংগঠনের অনুষ্ঠানে কবি সেলিনা রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান (অতিরিক্ত সচিব,অব.)। কবি সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা লিয়াকত হোসেন, কলকাতার বাচিক শিল্পী দেবিকা বন্দোপাধ্যায়, কবি আতিক হেলাল, বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, ছড়াকার-ভাষাবিদ খন্দকার শাহিদুল হক, গীতিকার কাজী ফারুক বাবুল, আযাদ কামাল প্রমূখ।দ্বিতীয় দিন ভালুকা সাহিত্য সংসদ এর আয়োজনে মায়ারাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি-গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অধ্যাপক সাব্বির রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, কবি আলম মাহবুব, যুবলীগ নেতা মাসুদ সরকার, কবি চাষা জহির, শফিকুল ইসলাম বিক্রমপুরী।
বঙ্গটিভি স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- কবি সেলিনা রশিদ, দেবিকা বন্দোপাধ্যায়, খান আক্তার হোসেন। আমারবাংলা সাহিত্য পুরষ্কার প্রাপ্তরা হলেন- কবি- কথাসাহিত্যিক কবির সুমন ও কবি- ঔপন্যাসিক এরশাদ আহমেদ। আমারবাংলা সম্মাননা প্রাপ্তরা হলেন- কবি সেলিনা রশিদ, দেবিকা বন্দোপাধ্যায়, খান আক্তার হোসেন, সাংবাদিক লিয়াকত হোসেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.