ভালুকায় সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

- আপলোড সময়: ০৩:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৩০২ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি:-ময়মনসিংহ ১১ ভালুকা থেকে নির্বাচিত তিন বারের সাবেক এমপি ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী নারী শিক্ষার অগ্রদুত আলহাজ্ব আমানউল্লাহ চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৮জুন) দুপুরে মরহুমের প্রতিষ্ঠিত হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে স্মৃতিচারণ সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, অভিভাবক সদস্য শিক্ষক ও সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ফাহমিদা আক্তার মিলি, সেলিনা আক্তার, মোঃ আল আমিন প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। পরে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া পরচিালনা করেন মাও.সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ম্যানেজিং কমিটির নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যগন।