শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী রফিকুল ইসলামের আনারস প্রতীকের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪মে) বিকেলে উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুণ, হবিরবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান মাস্টার, যুবলীগ নেতা ছাইফুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এস এম আব্দুল লতিফ, যুবলীগ নেতা মোঃ রিপন খান, হবিরবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মতিউর রহমান কাঞ্চন সহ হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আনারস প্রতীকের সকল কর্মীগণ।