স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় শিয়াল তাড়াতে গিয়ে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।স্থানীয়রা জানায়, বুধবার (২২মে) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের টান মরচি এলাকার খলিলুর রহমানের বাড়ি থেকে একটি শিয়াল মুরগি শিকার করে নিয়ে যাওয়ার সময় শিয়ালটিকে তাড়াতে পেছন পেছন সূবর্ণা ও তার ছোট বোন দৌঁড় দেয়। এক পর্যায়ে সূবর্ণা দৌঁড়ে মাটিতে পড়ে গেলে বুকে আঘাত প্রাপ্ত হয়। সূবর্ণা ও তার বোনের ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে ধরা-ধরি করে বাড়ীর ওঠানে নেওয়ার সময় সূবর্ণার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। নিহত সূবর্ণা ওই এলাকার খলিলুর রহমানের মেয়ে ও কাতলামারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.