সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবীতে ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ
- আপলোড সময়: ১২:৫১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ১৫৬ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পরিশোধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিদিশা গ্রুপের একটি প্রতিষ্ঠান পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা। জানা যায়, রোববার (১৯মে) বিকালে উপজেলার জামিরদিয়া কালার মাস্টার এলাকায় প্রায় ঘন্টাখানিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা।এ সময় যানযটে চরম ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। পরে পুলিশের অনুরোধ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তোলে নিলেও কারখানার মেইন ফটকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা।একাধিক শ্রমিক জানান, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করার পর অন্যান্য ফ্যাক্টরি বেতন বৃদ্ধি করলেও পিএ নীট এ তা করেনি।এ বিষয়ে পুলিশ জানায়, দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেয় পিএ নীট মিলের শ্রমিকরা। পরে পুলিশ দাবী পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। কারখানা কর্তৃপক্ষ জানান, আগামী মঙ্গলবার দুপুরে শ্রমিকের নিয়ে বসে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।