ভালুকায় বিশ্ব মা দিবস উদযাপন

- আপলোড সময়: ১২:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৯৩ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ –শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা কর্মকর্তা জাহিদা ফেরদৌসী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, উপজেলা মৎস কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, ইসলামী ফাউন্ডেশন ভালুকা ফিল্ড সুপার ভাইজার আবু নছর মো. মাহফুজুল হক, জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তো তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া, এনজিও প্রতিনিধি জুবাইদা জেরিন প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।