ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা

- আপলোড সময়: ০১:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় তিনটি পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার ভূঁঞা। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন, জাতীয় শ্রমিক লীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম সরকার, শিল্পপতি ও শিক্ষানুরাগী প্রিন্সিপাল দেওয়ান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কামরুজ্জামান পিন্টু, ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও টানা দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এজাদুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম মোহাম্মদ আফরুজ্জামান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন মোঃ রাজিব, আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসাইন খোকন, নাগরিক সমাজের পক্ষে খন্দকার মওদুদ আহমেদ ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন আহম্মেদ হিমু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত মফিজুর রহমানের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ খাদিজা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ শিউলী আক্তার। উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার ভূঁঞা জানান, ষষ্ঠ ধাপের তফশিল অনুযায়ী ময়মনসিংহের ভালুকায় আগামী ১২ মে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মে তারিখের এর মধ্যে। আপিল নিষ্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে তারিখের মধ্যে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৯ মে ও ২০ মে প্রতীক বরাদ্দ। ৫জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ভালুকা উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৬০ জন।