শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার দুপুরে উপজেলা কাচিনা ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে হাজেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। লাশ উদ্ধাররের ২৪ ঘন্টার মাঝে ঘাতক স্বামীকে গ্রেফতার করে স্বীকারক্তিমূলক জবানবন্ধি গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ’র দিকনির্দেশনায় এসআই নিরপম নাগ বিপিএম এর নেতৃত্বে এএসআই সুজন চন্দ্র সাহা’ সহ একটি চৌকশ আভিযানিক টিম গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে (০৮মে ) বুধবার বিকালে টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে হত্যার মামলার মূল আসামী হাজেরা খাতুনের ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) কে গ্রেফতার করে। আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি ও দিয়েছে।