ময়মনসিংহ ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী সাধারণ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, সোমবার (০৬মে) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন (লাবীব গ্রুপ) এর শ্রমিকরা বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের রেট কম, হাজিরা বোনাজ কম, ডিএমডির মাজাহারুল ইসলাম কর্তৃক ছাটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারাখানা থেকে বের হয়ে মায়ের মসজিদ এলাকায় প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানযটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় রাইদা কালেকশন মিলের শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে প্রায় ১০/১২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানযটের দেখা দেয়। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মোঃ মিজানুর রহমান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবী পূরণের আশ্বাস দিলে বিক্ষোদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ এর আগেও বেতনের হারে ঈদ বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবী নিয়ে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী পালন করেও কোন প্রতিকার পায়নি বলে শ্রমিকরা জানায়।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী সাধারণ

আপলোড সময়: ১০:৪৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, সোমবার (০৬মে) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন (লাবীব গ্রুপ) এর শ্রমিকরা বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের রেট কম, হাজিরা বোনাজ কম, ডিএমডির মাজাহারুল ইসলাম কর্তৃক ছাটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদে কারাখানা থেকে বের হয়ে মায়ের মসজিদ এলাকায় প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানযটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় রাইদা কালেকশন মিলের শ্রমিকরা। এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কে প্রায় ১০/১২ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক যানযটের দেখা দেয়। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মোঃ মিজানুর রহমান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবী পূরণের আশ্বাস দিলে বিক্ষোদ্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ এর আগেও বেতনের হারে ঈদ বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবী নিয়ে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী পালন করেও কোন প্রতিকার পায়নি বলে শ্রমিকরা জানায়।