বিশেষ প্রতিনিধিঃ - সারা দেশে তীব্র তাপদাহে মানুষের জীবন নাভিশ্বাস। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও, তবও বৃষ্টির দেখা নেই।
প্রতিদিন তাপমাত্রা যেন বেড়েই চলছে। ময়মনসিংহের ভালুকায় তীব্র তাপদাহ থেকে মুক্তি ও স্বস্তির বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা। (২৯ এপ্রিল) সোমবার সকালে উপজেলার সিডষ্টোর বাজারস্থ হযরতুল উলুম হাফিজিয়া মাদরাসা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
বিশেষ নামাজ ইস্তিসকার পরিচালনা করেন সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মুফতি ইয়াহইয়া সুতারপুরী।
নামাজ ও বিশেষ দেয়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শহস্র মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মুসুল্লিরা আল্লাহ’র সাহায্য কামনা করে কান্নাকাটি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.