ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, লোক মুখে প্রচার আছে উপজেলা তাঁতী লীগের সভাপতি এস.এম কামরুজ্জামান আড়াই লক্ষ টাকার বিনিময়ে কমিটি দিয়েছেন। এ বিষয়ে ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি প্রার্থী শাহ আলম সরকার বলেন, আমি সভাপতি প্রার্থী ছিলাম আমাদের এমপি মহোদয় আমার জন্য কমিটির প্যাডে সুপারিশ করার পরেও উপজেলা তাঁতী লীগের সভাপতি আমাদেরকে কমিটি দেয়নি। অপরদিকে ২২এপ্রিল রাতে হঠাৎ করেই মোঃ আনোয়ার হোসেন আইনালকে সভাপতি ও মোঃ রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জনের দাবি নব নির্বাচিত কমিটির সভাপতি আয়নাল হক নিজ মুখে এক লাখ টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। তারা আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে উপজেলা তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামান ডাকাতিয়া ইউনিয়নে গেলে সেখানে আয়নাল অনেক মানুষের সামনে তাকে অপদস্ত করেন এবং কমিটি দিতে না পারলে তার দেওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে বলেন। সেই আয়নাল সভাপতি হবার পর তার ১ লক্ষ টাকা দেওয়ার কথা স্বীকার করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিও ক্লিপটিতে আয়নাল হককে বলতে শুনা যায়, কমিটি আনতে আমার ১ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে আর সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের কত খরচ হয়েছে আমি জানিনা। এ বিষয়ে উপজেলা তাঁতী লীগের সভাপতি এস.এম কামরুজ্জামান টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এমপি সাহেবের নির্দেশেই কমিটি দিয়েছি এবং যাদেরকে কমিটি দিয়েছি তারা খুব ভালো মানুষ।