স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার এন্ড ফাস্টফুড কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভালুকা গফরগাঁও সড়কের উপজেলার ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন এই পার্টি সেন্টার উদ্বোধন করা হয়। এসময় প্রতিষ্ঠানের স্বতাধিকারী মোঃ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, ভালুকা বাজার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, সাংবাদিক শাহজাহান সেলিম, কামরুজ্জামান মানিক, আতাউর রহমান তরফদার, খলিলুর রহমান, হাদিকুর রহমান হাদিস, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহি, শফিকুল ইসলাম রাজকুমার সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জসিম উদ্দিন আহমেদ জানান, এই পার্টি সেন্টারে বিয়ে, বৌভাত, জন্মদিন, সুন্নতে খৎন্না ও সেমিনার সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সু-ব্যবস্থা রয়েছে।