ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে

- আপলোড সময়: ০১:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ২৭৮ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। মাঠ চষে বেড়াচ্ছেন ৯ চেয়ারম্যান প্রাথীসহ ১১ ভাইস চেয়ারম্যান প্রাথী। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রতিও। পূরো রমজান মাস ছিলো নির্বাচনের মাস। রমজান মাসে বিভিন্ন ইফতার পার্টিতে প্রাথীদের অংশ গ্রহনের পাশাপাশি ঈদ উপলক্ষে উপহার সামগ্রীও প্রদান করেছেন ভোটার ও নিজ নিজ কর্মীদের মাঝে। আলোচনা এখন মহল্লার চায়ের দোকান থেকে অফিস পাড়ায়। কে হবেন শিল্পসমৃদ্ধ ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান, কে হবেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক এমনটাই আশা সাধারণ ভোটারদের। একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত ভালুকা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৯ শত ৯৫ জন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ই জুন চতুর্থ ধাপে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনি আলোচনায় রয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজ্বী রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও টানা দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ কামরুজ্জামান পিন্টু, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডীন ও আমেরিকান স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব প্রফেসর ড. মাহমুদুল হাসান সোহেল আকন্দ. শিল্পপতি ও শিক্ষানুরাগী প্রিন্সিপাল দেওয়ান ফেরদৌসুর রহমান ও জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সভাপতি নজরুল ইসলাম সরকার।
ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় আছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, জাতীয় শ্রমিকলীগ ভালুকা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ রাজিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি তানভীর আহমেদ খান, ভালুকা কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক একে এম আফরোজ্জামান সোহেল, সাবেক ছাত্রনেতা হুমায়ূন আহমেদ হিমু ও বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার মওদুদ আহমেদ আপেল।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার প্রয়াত মফিজুর রহমানের মেয়ে মাহমুদা সুলতানা মুন্নি, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজা আক্তার ও ভালুকা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলি আক্তার। ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ রাজিব জানান নির্বাচিত হলে, উন্নয়নের অগ্রযাত্রায় ভালুকাকে সম্পৃক্ত করে, শিল্পবান্ধব আধুনিক ভালুকা গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। সাধারণ ভোটার ও পর্যবেক্ষকদের মতে, প্রতীক না থাকলেও চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীই আওয়ামীলীগের। বিএনপি নির্বাচনে না আশায় প্রতিদ্বন্দ্বিতা হবে নিজেদের মধ্যেই। নির্বাচনে না আসলেও বিএনপি সমর্থিত তৃণমুলের ভোট চেয়ারম্যান পদে বিজয়ে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে পর্যবেক্ষকদের ধারনা। সামাজিক ও রাজনৈতিক বৈশম্যহীন ভালুকা গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন এমন একজনকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। শিক্ষক ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান বলেন, আমরা এমন একজনকেই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই জিনি সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ, ভবিষ্যত প্রজন্মের বাসযোগ্য শিল্প সমৃদ্ধ ভালুকা গঠনে তিনি দলমতের উর্ধ্বে উঠে কাজ করবেন। ভালুকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান মানিক বলেন, আমরা তাকেই নির্বাচিত করতে চাই, জিনি কথায় নয় কাজে সৎ ও ন্যায় পরায়ণ হবেন। ভালুকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দূষণ মুক্ত, পরিবেশ ও শিল্পবান্ধব ভালুকা গঠনে কাজ করবেন। উল্লেখ্য ১৯৮২ সালে উপজেলা পরিষদ গঠন হলে ভালুকা উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচত হোন জুলহাস উদ্দিন তালুকদার, পরে যথাক্রমে চেয়ারম্যান নির্বাচিত হোন এবং দায়িত্বপালন করেন, বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহমেদ, কাজিম উদ্দিন আহমেদ ধনু, গোলাম মোস্তফা ও বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ।