সংবাদ শিরোনাম :
ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ২৮৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেল (৩০)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬এপ্রিল) সকালে উপজেলার বিরুনীয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান রুবেল বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের ফিরুজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রুবেল সকালে তাদের মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুবেল খুব ভালো ছেলে ছিল, তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :