সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অপপ্রচারের অভিযোগ আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে গাজীপুর ইউনিয়ন বিএনপি সালথা ডিজিটাল ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন সালথায় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পথ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শামা ওবায়েদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়ায় নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সালথায় ছাত্র অধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল শামা ওবায়েদের পক্ষে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে নাগরিকদের ভোগান্তি চরমে !

তিন বছর ধরে কাগজের নিচে বসবাস ভয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘর ছাড়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১২.৩৭ পিএম
  • ১৫৩ বার পাঠিত

নিজস্ব প্রতিবেদক:- যে সন্তানকে পরম মমতায় বড় করেছে মা বাবা সেই মমতাময়ী মা বাবা সন্তানদের নিয়ে ভয়ে নিজের ঘরে আসতে পারছেন না। জমির জন্য নিজের সন্তান ও তার স্ত্রী নির্যাতনের শিকার হয়ে হাসপাতাল থেকে ভয়ে বাড়ি ফিরছেন না সেই অসহায় মা। নির্মম নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই নিরুপায় হয়ে সন্তানদের নিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানায় লিখিত অভিযোগ সুত্রে ও মজিবরের তথ্য ভিত্তিতে জানা গেছে, মোঃ শামসুল হকের ছেলে মো: মজিবুর একই এলকার সরাফত আলীর ছেলে মো: ইসরাফিলের সাথে দীর্ঘদিন পূর্ব হইতে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়া শত্রুতা পোষন করিয়া আসিতে থাকে।মজিবর বলেন, উক্ত আক্রোশে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে মারধর সহ খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি দিয়া আসিতে থাকে। ঘটনার তারিখ অর্থাৎ ৩১/০৩/২৪ ইং তারিখ রাত্র অনুমান ১১.০০ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগন পরস্পর যোগসাজোসে পূর্ব পরিকল্পিত ভাবে দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাকে বাড়ীর উঠানে ফেলিয়া মারধর শুরু করে এবং কিল, ঘুষি, লাথি মারিয়া ও লাঠি দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নিলাফুলা জখম করে। আমার সাথে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন মূল্য অনুমান ১৮ হাজার টাকা নিয়া যায়। এ সময়ে আমার স্ত্রী মোছা: হাফিজা খাতুন আমাকে রক্ষা করিতে ঝাপাইয়া পড়িলে বিবাদীগন তাহাকেও মারধর শুরু করে। এবং ধারালো দা দিয়া আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথার উপরি ভাগে কোপ মারিয়া ব্যাপক বিস্তৃত কাটা রক্তাক্ত গুরুতর জখম করে। আমার স্ত্রী তল পেটে পায়ের গুড়ালি দিয়া অপারেশনের স্থানে একাধিক লাথি মারিয়া তিব্র ব্যাথাযুক্ত জখম করে।আমার স্ত্রী পড়িহিত কাপড় টানা হেচড়া করিয়া অর্ধবিবস্ত্র করিয়া শ্লীলতাহানী করে। আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে দুই হাতে গলায় চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিয়া গলার নিচে ফুলা জখম করে। এবং আমার বাড়ী ঘর ভাংচুর করিয়া অনুমান ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমাদের ডাকচিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন খুন জখমের হুমকি ধামকি দিয়া চলিয়া যায়। পরে আমি আমার স্ত্রীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার আমার স্ত্রীর জখম সেলাই বেন্ডেস সহ ভর্তি করেন এবং পরবর্তীতে আমার স্ত্রী অবন্নতি হইলে ইং ০১/০৪/২৪ তারিখ আমার স্ত্রীকে শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল হাসাতাল গাজীপুরে রেফার্ড করেন। বর্তমানে আমার স্ত্রী উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জমি নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে এবিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়রে করা হয়েছে এবং ছেলে মেয়ে নিয়ে এদের নির্যাতনের ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না বলে জানান তিনি। অভিযোক্তরা হলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের সরাফত আলীর ছেলে মো: ইসরাফিল (৪২), ইসরাফিলের ছেলে মোঃ সাকির (২০), মৃত বাছের আলীর ছেলে মো: শরাফত আলী (৫৫), শরাফত আলীর ছেলে মো: ইছাক (৪৫), আবু বক্কর সিদ্দিকের ছেলে মো: মাজাহারুল ইসলা (২৪), মৃত বাছের আলীর ছেলে মো: ইদ্রিস আলী (৪৩), মৃত তন্তুর আলীর ছেলে মো; শফিকুল ইসলাম (৪৮), ও মৃত বাছের আলীর ছেলে মো: আবু বক্কর সিদ্দিক (৫২),

সরাফত আলীর ছেলে ইসরাফিল বলেন, মারামারির বিষয়টি সম্পন্ন মিথ্যা, আমাদেরকে হয়রানি করার জন্য একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে মজিবর। এবিষয়ে শ্রীপুর মডেল থানার এস আই হেলাল উদ্দিন বলেন, এবিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ড সদস্য হাজ্বী ইসমাইল হোসেন বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করে দেওয়ার দায়ীত্ব নিয়েছেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs