ত্রিশালে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে অবহিত করণসভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ০২:৩১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ২২৭ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলার প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ইলিয়াস আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিশাল উপজেলায় কর্মরত সকল মিল মালিক ও ব্যবসায়ী গনরা ত্রিশালের সুনাম ধরে রাখার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে যাতে আগামী দিনের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন সেই আহবান করেন। সভায় ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মিল মালিক ও ব্যবসায়িক গণরা উপস্থিত ছিলেন।