ভালুকায় সাত হাজার পরিবারকে হাজ্বী রফিকের ঈদ উপহার বিতরণ
- আপলোড সময়: ০৩:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ২৩২ বার পড়া হয়েছে
শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহের ভালুকায় সাত হাজার পরিবারকে মো: রফিকুল ইসলাম (হাজ্বী রফিক) ঈদ উপহার বিতরণ করেছেন।সোমবার (০১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার উথুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাত হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১টি শাড়ি, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টা সাবান, ১ কেজি পোলাওয়ের চাল বিতরণ করা হয়েছে।ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত অর্থায়নে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সকল ইউপি মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী মো. রফিকুল ইসলাম বলেন, ভালুকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমার এ উদ্যোগ।পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে এক লাখ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা আমার জন্য দোয়া করবেন।