ভালুকায় মাদ্রাসার ৮ জন শিক্ষার্থীকে কুরআনে নতুন সবক প্রদান
- আপলোড সময়: ০৩:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ২০২ বার পড়া হয়েছে
মো: তোফাজ্জল হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী বাজার নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন কুরআনে সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ৮ জন শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করা হয়। কুরআনের সবক প্রদান করেন অত্র মাদ্রাসার মুহতামিম, মুফতি ইকবাল আহমাদ বিন গিয়াস উদ্দীন মোমেনশাহী। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি কবির হোসেন, তিনি তার বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আল আমিন রায়পুরী, ক্বারী ইমরান হুসাইন, নুরুল ইসলাম, আতিকুল ইসলাম, আফাজ উদ্দিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন দৈনিক ভোরের পাতা ভালুকা প্রতিনিধি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার সকল অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।