বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় এশিয়ার বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ভালুকা থেকে নির্বাচিত সাবেক চার চারবারের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক ডা. এম আমান উল্লাহ’র তৃতয়ি মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
(১১মার্চ) সন্ধায় উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের নিজবাড়ীতে এ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ভালুকা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রয়াত অধ্যাপক ডা. এম আমান উল্লাহ’র ছেলে ডা. মোনাসির সাকিফ আমান উল্লাহ, বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ওয়াসিক আল আমিন শিপন, ভালুকা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হাসান পাঠান শৈকত ও বীর মুক্তযোদ্ধা সন্তান মাহমুদা সুলতানা মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।