ভালুকায় আস্-সীরাহ ফাউন্ডেশনের পুরষ্কার বিতরণ
- আপলোড সময়: ০৩:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৬৪ বার পড়া হয়েছে
আলী আকবর সাজু, ভালুকা:- “রাসূলুল্লাহ (সাঃ) এর সীরাতকে জানবো সন্ত্রাস-মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় আস্-সীরাহ ফাউন্ডেশনের উদ্যোগে রবিউল আউয়াল মাস উপলক্ষে ভালুকা জামিয়া উসমান গণী (রাঃ) মাদ্রাসা হল রুমে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে ও এডমিন মতিউর রহমান ও মোকরামিন আহমেদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা উমর ফারুক আশরাফী, মুফতি জাহিদুল ইসলাম মাহমুদী,রিয়াদুল হাসান রিয়াদ, সাংবাদিক হাবিব হাসান,মাহিনুল হক মাহিন, মোঃ জনি মিয়া, মোঃ আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আনছারী আকরাম সহ আরোও অন্যারা।পরে, রবিউল আউয়াল মাস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম পর্বের মোট ৪০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।