ময়মনসিংহ ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশাল পৌরসভায় উপনির্বাচনে মেয়র নির্বাচিত বিএনপি নেতা আমিনুল সরকার

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৩:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ২০১ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) থেকে:- ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব, আনন্দঘন পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে।

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে নিশছিদ্র নিরাপত্তার মধ্যেদিয়ে ভোট গ্রহণ শুরু ও সম্পন্ন হয়। নির্বাচনে পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যানের ছেলে বিএনপিনেতা আমিনুল ইসলাম সরকার (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১০২৮৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বর্তমান এমপি (স্বতন্ত্র) এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৪৫ ভোট। এছাড়াও অপরপ্রার্থী নূরুল হুদা শিবলু (মোবাইল ফোন) পেয়েছেন ৮৯৭ ভোট।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ।

উৎকন্ঠা ও শঙ্কা থাকলেও এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রিশাল পৌরসভার ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইভিএম-এ প্রথমবার ভোট হলেও শেষ পর্যন্ত ভোট প্রদানে কোন সমস্যা হয়নি বলে জানান ভোটাররা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন এবিএম আনিছুজ্জামান। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। মেয়র পদ শূন্য হওয়ায় অনুষ্ঠিত পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হন তাঁর সহর্ধমিনী শামিমা আক্তার।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ত্রিশাল পৌরসভায় উপনির্বাচনে মেয়র নির্বাচিত বিএনপি নেতা আমিনুল সরকার

আপলোড সময়: ০৩:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) থেকে:- ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব, আনন্দঘন পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে।

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে নিশছিদ্র নিরাপত্তার মধ্যেদিয়ে ভোট গ্রহণ শুরু ও সম্পন্ন হয়। নির্বাচনে পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যানের ছেলে বিএনপিনেতা আমিনুল ইসলাম সরকার (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১০২৮৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন বর্তমান এমপি (স্বতন্ত্র) এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার (জগ) প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৪৫ ভোট। এছাড়াও অপরপ্রার্থী নূরুল হুদা শিবলু (মোবাইল ফোন) পেয়েছেন ৮৯৭ ভোট।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসার জুয়েল আহমেদ।

উৎকন্ঠা ও শঙ্কা থাকলেও এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রিশাল পৌরসভার ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইভিএম-এ প্রথমবার ভোট হলেও শেষ পর্যন্ত ভোট প্রদানে কোন সমস্যা হয়নি বলে জানান ভোটাররা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন এবিএম আনিছুজ্জামান। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। মেয়র পদ শূন্য হওয়ায় অনুষ্ঠিত পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী হন তাঁর সহর্ধমিনী শামিমা আক্তার।