ময়মনসিংহ ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, আহত ১

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৪০৫ বার পড়া হয়েছে

শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় শিরিনা আক্তার নামে এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে। এ ঘটনায় শিরিনার ছেলে হৃদয় হাসান বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (০৭ মার্চ)  দুপুরে উপজেলার তালাব এলাকার মানিক মিয়া (৫৫) ও তার ছেলে আনিছ (২৮), মৃত কিতাব আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫), মৃত নুরুল ইসলামের ছেলে আলাল (৬০) ও একই এলাকার সিদ্দিক (৪০)  দেশীয় অস্ত্র নিয়ে  জমি দখলের উদ্দেশ্যে শিরিনার লাগানো শিম গাছ কেটে ফেলে। প্রতিবাদ করায় উল্লেখিত ব্যাক্তিরা শিরিনাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এসময় আনিছ মিয়ার হাতে থাকা দা দিয়ে শিরিনার মাথায় কুপ দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে শিরিনার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিরিনাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিরিনার ছেলে বাদী হয়ে মানিক মিয়া (৫৫) ও তার ছেলে আনিছ (২৮), মৃত কিতাব আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫), মৃত নুরুল ইসলামের ছেলে আলাল (৬০) ও একই এলাকার সিদ্দিক (৪০) কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, আহত ১

আপলোড সময়: ১২:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

শাহিদুজ্জামান সবুজ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় শিরিনা আক্তার নামে এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে। এ ঘটনায় শিরিনার ছেলে হৃদয় হাসান বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (০৭ মার্চ)  দুপুরে উপজেলার তালাব এলাকার মানিক মিয়া (৫৫) ও তার ছেলে আনিছ (২৮), মৃত কিতাব আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫), মৃত নুরুল ইসলামের ছেলে আলাল (৬০) ও একই এলাকার সিদ্দিক (৪০)  দেশীয় অস্ত্র নিয়ে  জমি দখলের উদ্দেশ্যে শিরিনার লাগানো শিম গাছ কেটে ফেলে। প্রতিবাদ করায় উল্লেখিত ব্যাক্তিরা শিরিনাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এসময় আনিছ মিয়ার হাতে থাকা দা দিয়ে শিরিনার মাথায় কুপ দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে শিরিনার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিরিনাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিরিনার ছেলে বাদী হয়ে মানিক মিয়া (৫৫) ও তার ছেলে আনিছ (২৮), মৃত কিতাব আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫), মৃত নুরুল ইসলামের ছেলে আলাল (৬০) ও একই এলাকার সিদ্দিক (৪০) কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।