বিশেষ প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের বিচারক এ কে রওশন জাহান এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতা হুমায়ুন কবির জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগ নেতা। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপবাদ ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়।
পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। ওই মামলায় সোমবার (০৪মার্চ) ময়মনসিংহ ৮নং আমলী আদালতের বিচারক একে রওশন জাহান এই আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.