চারজনকে কুপিয়ে জখম: আসামীদের গ্রেফতারের দাবীতে ত্রিশালে সংবাদ সম্মেলন
- আপলোড সময়: ০২:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ২১৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:-অটো রিকশা চোরকে শনাক্ত করিয়ে দেওয়ায় একই পরিবারের চাজনকে কুপিয়ে আহত করার অভিযোগ করেছে হামলার শিকার পরিবারটি। থানায় মামলা হলেও পুলিশ আসামী না গ্রেফতার না করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার ওই পরিবারটি ঘটনার প্রতিকার চেয়ে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আরফান আলী খান বলেন, উপজেলা ধানীখোলা ইউনিয়নে দক্ষিন ভাটিপাড়া এলাকায় গত ৩১ জানুয়ারী রাতে অটো চোরকে শনাক্ত করিয়ে দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে পরিবারের চার সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে।এ ঘটনায় আমার ভাই মজনুর স্ত্রী জোসনা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিষয়টি নিয়ে ৪ ফেব্রুয়ারী ত্রিশাল থানায় মামলা দায়ের করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারী আমার ভাতিজা ছোটন আহমেদকে বাজার থেকে ধরে নিয়ে মারধরও করে। ছোটন নাসিরাবাদ কলেজে অধ্যয়নরত। পুলিশকে বিষয়টি অবহিত করলেও কোন ব্যবস্থা নিচ্ছেনা। উল্টো বিবাদী মামলা তুলে নিবার জন্য হুমকী দিচ্ছে। জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এ মামলার বিষয়ে তদন্ত অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।