শফিকুল ইসলাম সবুজ:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাঠালী ও কাশর এলাকায় অভিযান চালিয়ে ৪টি করাত কলের মেইনবডি (গাছ) সহ উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়েছে। বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানাযায় (১৮ জানুয়ারি) রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ওইসব অবৈধ করাতকল উচ্ছেদ করেছে স্থানীয় বনবিভাগ।উপজেলার কাশর থেকে সদ্য স্থাপন করা আলাল উদ্দিনের করাত কলের মেইনবডি (গাছ) জব্দ, আতিকুল মাষ্টার ও কাঠালী থেকে ফারুক মেম্বারসহ ৪টি করাত কলের সেলু মেশিন, বৈদ্যুতিক মটর, চাকা, করাত, প্লেইট, বেল্ট’সহ অন্যান্য বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।ভালুকা রেঞ্জকর্মকর্তা মো: হারুন-উর রশীদ খান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অবৈধভাবে স্থাপিত, লাইসেন্স বিহীন করাতকল উচ্ছেদ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, বন্ধ সিলগালা করা ইত্যাদি কার্যক্রমের অংশ হিসেবে বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ মহোদয়ের নির্দেশনায় উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে। আমাদের এই উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। অবৈধ করাতকল মালিকদেরর বিরুদ্ধে করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
হবিরবাড়ী ফরেস্ট বিট অফিসার মো. আশরাফুল আলম খান বলেন ভালুকা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযানটি করা হয়েছে। অভিযানে আমরা চারটি অবৈধ করাত কল উচ্ছেদ ও করাত কলে ব্যবহৃত মেইনবডি (গাছ) সেলু মেশিন, বৈদ্যুতিক মটর, চাকা, করাত, প্লেইট, বেল্ট’সহ বেশ কিছু মালামাল জব্দ করেছি।